ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চরফ্যাশনে ইজিবাইকের ধাক্কায় আ’লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
চরফ্যাশনে ইজিবাইকের ধাক্কায় আ’লীগ নেতা নিহত

ভোলা: ভোলার চরফ্যাশনে ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ উল্ল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের সড়ক ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহম্মদ উল্ল্যাহ উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা ও ২নং ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, সকালে চরফ্যাশন এলাকার সড়ক ভবন এলাকায় একটি ইজিবাইক আহম্মদ উল্ল্যাহকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, আহম্মদ উল্ল্যাহর পরিবারের অনুবোধে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।