ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সত্য প্রতিষ্ঠায় লড়াইয়ের তাগিদ শাজাহান খানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সত্য প্রতিষ্ঠায় লড়াইয়ের তাগিদ শাজাহান খানের আলোচনা সভায় মন্ত্রী শাজাহান খানসহ অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রতিটি মানুষকে সত্য প্রতিষ্ঠায় লড়াইয়ের তাগিদ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, যেখানে সত্যের সাধনা নেই সেখানে কোনো দিন উন্নয়ন আসে না।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু সারাজীবন সত্য সাধনার জন্য সংগ্রাম করে গেছেন। আর এখন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যের ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ যেখানে সত্য নেই, সেখানে কোনো উন্নয়নও নেই। তাই দেশের প্রতিটা মানুষকে সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে।

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, একমাত্র জামায়াতের কারণে খালেদা জিয়াকে (বিএনপি চেয়ারপারসন) ফ্যাসাদে পড়তে হয়েছে। খালেদা জিয়া যদি এই স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট না করতেন, তাহলে তার এবং তার দলের এমন অবস্থা হতো না। আসলে খালেদা জিয়ার কোনো ক্লাস-টাস পাশ  করা নেই তো, সেজন্য তিনি এই রাজনৈতিক ভুলগুলো করছেন। আর এখন নিজের ভুল ঢাকার জন্য সরকারকে দুষছেন।

জেনারেল এম এ জি ওসমানীর স্মৃতিচারণ করে শাজাহান খান বলেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সামরিক বাহিনীর প্রধান ছিলেন ওসমানী। বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি রাজনীতি ছেড়ে দেন। জীবনের প্রতিটি দিন বাংলাদেশের জন্য কাজ করে গেছেন তিনি। তিনি এতো বড় ব্যক্তিত্বের হয়েও শুধু কর্নেল পর্যন্ত পদোন্নতি পেয়েছেন। এম এ জি ওসমানী ছিলেন পাকিস্তানিদের বৈষম্যের সবচে’ বড় উদাহরণ।  

সভায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ হলো জনগণের দেশ। দেশের সব উন্নয়নে তাদের সমান অধিকার রয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দীন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।