ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
‘বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে’

ঢাকা: কানাডিয়ান আদালতের রায়ের পর বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের লাফালাফি ও দাম্ভিকতার কারণে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে এখনও বিশ্বব্যাংকের হাজার হাজার কোটি টাকার কাজ চলমান।

দেশের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রায় প্রতিটি সেক্টরে তাদের বড় বড় প্রকল্প রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সেক্টরে বিশ্বব্যাংকের হাজার হাজার কোটি টাকার অর্থায়নে শতাধিক প্রকল্প চলমান আছে। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক সবচেয়ে বড় দাতা সংস্থা ও পার্টনার। কিন্তু কানাডিয়ান আদালতে রায়ের পর সরকারের মন্ত্রীরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করায় সম্পর্কের অবনতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক আমাদেরকে সর্বনিম্ন শুন্য দশমিক ৫ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকে। অন্য কোনো জায়গা থেকে ঋণ নিতে হয় ৩ শতাংশ সুদে। ফলে বিশ্বব্যাংক সম্পর্কে সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে নেতারা যেভাবে বক্তব্য রাখছেন তা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য অশনি সংকেত। এতে দেশ বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারে। সরকারের মন্ত্রী ও নেতাদের কথায় মনে হচ্ছে তারা যেন হঠাৎ করে দুধ দিয়ে গোসল করে নতুন গ্রহ থেকে আর্বিভূত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।