ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কাঠালিয়ায় উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
কাঠালিয়ায় উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী নির্বাচিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. গোলাম কিবরিয়া সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ৬ মার্চ কাঠালিয়া উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. সাব্বির আহম্মেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গোলাম কিবরিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।