ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী

রাঙামাটি: বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী খান বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ৭৮৯ ভোট। মোবাইল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন দুই হাজার ২২৭ ভোট।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার নয়টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এরপর গণনা শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।