ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরগুনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এডহক কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বরগুনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এডহক কমিটি 

বরগুনা: বরগুনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এডহক কমিটি করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ কমিটির সম্পন্ন করা হয়।

এতে বরগুনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাইফুল ইসলাম রাকিব।

এর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন রিয়াজুল ইসলাম মিরাজ, মো. আল আমিন, সহিদুল ইসলাম রানা, কামরুল ইসলাম খালিদ, মো. আল আমিন, আবির হোসেন মেহেদী, অপু আকন, সুলতান মাহমুদ কামরুল, জয় সরকার, মইনুল ইসলাম মইন ও রুদ্র খান রনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।