ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘একুশ এখন শোক-বেদনার দিন নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
‘একুশ এখন শোক-বেদনার দিন নয়’ বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ফাইল ফটো

ময়মনসিংহ: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এই দিনটি এখন শোক আর বেদনার দিন নয়, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার স‍ার্বজনীন উৎসবের দিন।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলানিউজে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগে বাংলা ভাষার অধিকার অর্জিত হয়।

তবে এর পরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষ্যপথে বাঙালি জাতি একাত্তরে পৌঁছে যায় বীরদর্পে।

বাণীতে তিনি আরো বলেন, বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন।

আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এদিনটি আজ বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষ বটে।

এ মহান ত্যাগের দিনে বিরোধীদলীয় নেতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মাতৃভাষা বাংলার মর্যাদারা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের পবিত্র স্মৃতির প্রতি এবং একই সঙ্গে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএএএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।