ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া গণতন্ত্রের পথে ফিরে আসুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
‘খালেদা জিয়া গণতন্ত্রের পথে ফিরে আসুন’ আলোচনা সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ এক আলোচনা সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘ওনার (খালেদা) চোখে ছানি পড়েছে তাই শেখ হাসিনা সরকারের উন্নয়নকে সহ্য করতে পারছেন না। সব সময় তিনি মিথ্যাচারেই বিশ্বাসী।

তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করার আগে তাদের সব কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরতে হবে। ’

সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলেন, আমরা সবাই এখন সুরঞ্জিত সেনগুপ্তের অভাব বুঝতে পারছি। নির্বাচন কমিশন নিয়ে বর্তমানে যেসব বির্তকের সৃষ্টি হয়েছে তিনি থাকলে তার উপযুক্ত জবাব দিতে পারতেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
ওএফ/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।