ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রাম বিএনপির আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রাম বিএনপির আলোচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা; ছবি- আরিফ জাহান

বগুড়া: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না।

এছাড়া পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান গণি মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, কেএম হাবিবুর রহমান, মাস্টার হাবিবুর রহমান, যুবদল নেতা জাকারিয়া লিটন, রানা আহম্মেদ, জেল্লাল হোসেন, শ্রমিকদল নেতা সামছুর রহমান, আবুল কালাম, উপজেলা বন্ধুদলের সভাপতি আব্দুর রউফ উজ্জল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি নেতা সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাজমুল আলম বুলু, আবুল হোসেন, আনিছুর রহমানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।