ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আফরোজা বারীর গাড়ি ভাঙচুরে ৩২ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আফরোজা বারীর গাড়ি ভাঙচুরে ৩২ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা ছবি: ভাঙচুর করা গাড়ি

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আফরোজার মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। যাতে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম ছামুকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া আছেন আরও সাতজন কর্মী ও অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন।

এদিন সকাল ১১টার দিকে উপজেলার পৌর শহীদ মিনারের পাশে ছাত্রলীগের মিছিল থেকে তার গাড়ি ভাঙচুর করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (এজাহার) হয়েছে। প্রক্রিয়া শেষে যা মামলা হিসেবে রুজু হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।