ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচন হবে উন্নয়ন কর্মী ও জ্বালাও-পোড়াও কর্মীদের মধ্যে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
আগামী নির্বাচন হবে উন্নয়ন কর্মী ও জ্বালাও-পোড়াও কর্মীদের মধ্যে আগামী নির্বাচন হবে উন্নয়ন কর্মী ও জ্বালাও-পোড়াও কর্মীদের মধ্যে

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রেফারির ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে। এবার খেলা হবে নৌকা মার্কা জার্সি নিয়ে উন্নয়ন কর্মী ও ধানের শীষ মার্কা জার্সি নিয়ে জ্বালাও-পোড়াও কর্মীদের মধ্যে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সমাবেশে অংশ নেওয়ার আগে চালিতাডাঙ্গা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সমাবেশে মন্ত্রী আরো বলেন, উন্নয়নই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির অধ্যায়। অপরদিকে, হত্যা-লুটপাট ছিল বিএনপির রাজনীতি। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো এ দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই।

সরকারের নানামুখি উন্নয়ন ও সাফল্যগাথা তুলে ধরে নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছে। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে।

মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি দলের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সরকারের সাফল্যগাথা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকির জয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা দফতরের উপ পরিচালক শাহিন হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, শওকত হোসেন, সাইফুল ইসরাম বেলাল ও খলিলুর রহান প্রমুখ।

এর আগে মোহাম্মদ নাসিম উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।