ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নবীনগরে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
নবীনগরে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদাবাজির অভিযোগে শফিক মিয়া (৩৮) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পু্লিশ।

 

বৃহস্পতিবার (২৩ ফ্রেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার শ্যামগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিক শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি ও একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহাম্মেদ জানান, শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামের ব্যবসায়ী শাহজাহান সিরাজ তার উপর সশস্ত্র হামলা ও ত্রিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মঙ্গলবার (২১ ফ্রেব্রুয়ারি) থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় বিএনপি নেতা, শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল ও তার ছোট ভাই শফিক মিয়াকে আসামি করা হয়। মামলায় অভিযোগের ভিত্তিতে শফিক মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।