ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ আমাদের শ্রেষ্ঠ সম্পদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
ছাত্রলীগ আমাদের শ্রেষ্ঠ সম্পদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-ছবি-সুমন শেখ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে বাংলাদেশে ছাত্রলীগের জন্ম। তাই ছাত্রলীগ আমাদের শ্রেষ্ঠ সম্পদ ও সংগঠন। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স-এ স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রী বলেন, আমাদের সবচেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

জাতির পিতার পরিশ্রমে এ ছাত্র সংগঠনের জন্ম হয়েছে।

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এ দেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। আর খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি শহীদদের নিয়ে পাকিস্তানের সুরে কথা বলছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জ্বালানি মন্ত্রী এফ এম ফখরুল ইসলাম মুন্সী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
ওএফ/আরআর/আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।