ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামায়াত ও বিএনপি সন্ত্রাসী দল হিসেবে বিশ্বস্বীকৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
জামায়াত ও বিএনপি সন্ত্রাসী দল হিসেবে বিশ্বস্বীকৃত

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের হাইকোর্ট জামায়াতকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছেন। অপরদিকে,  কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিএনপি এখন সন্ত্রাসী দল, সেই দলের প্রধান খালেদা জিয়াও এখন স্বীকৃত সন্ত্রাসী।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মাদারীপুরের ডাসারের শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী আছে এবং সন্ত্রাসীই থাকবে।

সন্ত্রাসী কারো গায়ে লেখা থাকে না, কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণ হয়।  

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদাদুল হকসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।