ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাটগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পাটগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে (২৬) ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাকিল আহমেদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মৃত রেজাউল করিমের ছেলে।  

পাটগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজার রহমান মজনু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বুড়িমারী চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন হিসেবে শকিলকে আটক করে তার কাছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।