ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহী জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
রাজশাহী জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের পদ স্থগিত

রাজশাহী:  রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত অনুমোদন দেন।

রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান জিতু দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।