ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় শিবিরের তিন নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
খুলনায় শিবিরের তিন নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহানগরীর টুটপাড়ার পুরনো পুলিশ ফাঁড়ি সংলগ্ন ইলাক্সের মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- খুলনা সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড শিবিরের সভাপতি ইকবাল হোসেন (৩৩), শিবির কর্মী তৈয়েবুর রহমান (২২) ও রহমত আলী (২৯)।
 
খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন বাংলানিউজকে জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচির সমর্থনে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

তাদের কাছ থেকে এ সংক্রান্ত একটি ব্যানারও জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমআরএম/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।