ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সিপিবি-বাসদের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
বগুড়ায় সিপিবি-বাসদের মিছিল-সমাবেশ বগুড়ায় সিপিবি-বাসদের মিছিল-সমাবেশ/ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় সিপিবি-বাসদ বাম মোর্চার হরতালের সর্মথনে বগুড়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমায় এ মিছিল-সমাবেশ করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 
পরে বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরী, শহিদুল ইসলাম, রাধা রানী বর্মন, ছাত্রনেতা মাসুকুর রহমান প্রমুখ।

ঢাকায় হরতাল চলাকালে পুলিশ আটজন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পাশাপাশি গ্রেফতারদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
 
বক্তারা আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। সরকার যদি সামান্যতম গণতন্ত্রের চর্চা করে তাহলে অবিলম্বে গণবিরোধী এ সিদ্ধান্ত  প্রত্যাহার করবে।
 
 বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।