ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধ একদিনে আসেনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
মুক্তিযুদ্ধ একদিনে আসেনি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। আমাদের ২৩ বছরের সংগ্রামের ফসল মুক্তিযুদ্ধ। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ পর্যন্ত সংগ্রামের মধ্যে দিয়ে অগ্নিঝরা মার্চে শুরু হয় মুক্তিযুদ্ধ।

রোববার (০৫ মার্চ) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নতুন প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

যে শিশু বাংলোদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, সে শিশু সফল মানুষ হতে পারবে না।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে দেশপ্রেম নেই বলে জঙ্গিবাদ সন্ত্রাস উৎপত্তি হচ্ছে। জঙ্গি নির্মূলে বাংলাদেশ সবচেয়ে সফল।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেয়েরা প্রত্যেকটি সেক্টরে এগিয়ে রয়েছে। আমরা নিরক্ষরতা শূন্যের কোঠায় নিয়ে আসতে চাই। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।

কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও এরিস্টোফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা সরকার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, কালিন্দী  ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।