ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওসমানীনগরে বিজয়ী বিএনপির ময়নুল

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ওসমানীনগরে বিজয়ী বিএনপির ময়নুল

ওসমানীনগর (সিলেট) থেকে: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ২০ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

সোমবার (০৬ মার্চ) রাত পৌনে ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ওসমানীনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও ওসমানীনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম চৌধুরী বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।  

চেয়ারম্যান পদে ময়নুল হক চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মো. আখতারুজ্জামান চৌধুরী (জগলু চৌধুরী) পেয়েছেন ১৮ হাজার ৬৭৮ ভোট।

 

এছাড়া নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৮ ভোট এবং লাঙল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত শিব্বির আহমদ পেয়েছেন ২ হাজার ৪২৪ ভোট।  

এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমান (নৌকা), ময়নুল হক চৌধুরী (ধানের শীষ), শিব্বির আহমদ (লাঙল), আওয়ামী লীগের বিদ্রোহী আখতারুজ্জামান চৌধুরী জগলু (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।  
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা,মার্চ ০৬. ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।