ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আব্দুল কাদের সুজানগর উপজেলার নতুন চেয়ারম্যান নির্বাচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
আব্দুল কাদের সুজানগর উপজেলার নতুন চেয়ারম্যান নির্বাচিত আব্দুল কাদের রোকন, ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার সুজানগর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রোকন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার (৬ মার্চ) পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিজের কাছে এ তথ্য জানান।

সাইফুল ইসলাম বলেন, ভোটগণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ফল ঘোষণা করা হয়।

আব্দুল কাদের রোকন (নৌকা প্রতীকে) ৮৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট। উপজেলায় ৬৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২ লাখ ২ হাজার ৫১৭ জন।

নির্বাচনের ফল সম্পর্কে বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু বাংলানিউজকে বলেন, ভোটগ্রহণ শুরু থেকে সব কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের মারপিট করে বের করে দেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে অবাধে ভোট ডাকাতির মাধ্যমে তারা বিজয়ী হয়েছেন।

নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি দাবি করে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের রোকন বাংলানিউজকে বলেন, যে কোনো নির্বাচনে পরাজয়ের পর ভোট কারচুপি কথাটি এখন বিএনপির মুখের বুলি। নির্বাচনের পরাজয় জেনে তারা এখন নির্বাচন কে প্রশ্নবৃদ্ধ করতে চায়। ভোটারদের অবাধ উপস্থিতি এবং সুষ্ঠু ভোটগ্রহণের মধ্যদিয়ে আমি বিজয়ী হয়েছি। কোনো প্রকারের ভোট কারচুপি হয়নি।

এদিকে, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা বেগম ২৩ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জান্নাতুন ফেরদৌস রুনু (স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট। এ উপজেলায় ৭৪টি ভোটগ্রহণ চলে। ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার জন।

উল্লেখ, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের মৃত্যু ও সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহজেবীন শিরিন পিয়া প্রার্থী হওয়ায় পদ দুইটি শূন্য হয়ে যাওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭

এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।