ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক-ছবি শাকিল আহমেদ

ঢাকা: আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হবে এমন বক্তব্য দিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। সৃষ্টিকর্তা আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন জয়নাল আবেদীন ফারুক। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 

বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে ফারুক বলেন, এমন বক্তব্য দিয়ে সরকার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই সরকার জনবান্ধব সরকার নয়। জনবান্ধব সরকার কখনও জনমতকে উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে পারে না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
পিএম/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।