ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাসিনা সরকারের অধীনে আর নির্বাচন নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
হাসিনা সরকারের অধীনে আর নির্বাচন নয় হাসিনা সরকারের অধীনে আর নির্বাচন নয়-ছবি: বাংলানিউজ

দিনাজপুর: বিএনপি জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ২০ দলীয় জোট অবশ্যই অংশগ্রহণ করবে। তবে শেখ হাসিনা সরকারের অধীনে নয়; তার অধীনে নির্বাচন আর হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী, সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নে পৃথক কয়েকটি স্থানে গণসংযোগ ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিউল আলম প্রধান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা ও গণতন্ত্র এসেছে।

এদেশ কারো পারিবারিক সম্পত্তি নয়। বর্তমান সরকারের অধীনে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, জাগপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দীন চৌধুরী মুন্না, জেলা জাগপার সভাপতি অ্যাডভোকেট মো. নুরুন নবী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান খোকন, চেহেলগাজী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা জাগপার যুগ্ম সম্পাদক মো. ইশতিয়াকুল আলম ও মহিলা জাগপার নেত্রী মোছা. শাহিনুর বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।