ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জাসদের সমাবেশে ময়মনসিংহ থেকে যাচ্ছে ৪০ বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মার্চ ১০, ২০১৭
জাসদের সমাবেশে ময়মনসিংহ থেকে যাচ্ছে ৪০ বাস

ময়মনসিংহ: ‘শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি নির্মূল কর, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার কর’- শ্লোগান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঢাকার সমাবেশে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন প্রায় ৩ হাজার নেতাকর্মী। 

৪০টি বাসের পাশাপাশি ট্রেনযোগে জেলা ও উপজেলার এসব নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ অভিমুখে যাত্রা করবেন।  

জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বে শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় সড়কপথে এসব নেতাকর্মীরা নগরীর প্রবেশমুখ বাইপাস মোড় থেকে রওনা হবেন।

 

কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমাবেশ স্বার্থক ও সাফল্যমণ্ডিত করতে দলীয় নেতাকর্মীরা একযোগে কাজ করেছেন।  

আমাদের নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু সমাবেশ থেকে আগামী দিনের রাজনীতির যে দিক নির্দেশনা দেবেন রক্তের বিনিময়ে হলেও ময়মনসিংহে তা বাস্তবায়ন করা হবে।  

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ