ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ-মিছিল করেছে ফতুল্লা থানা ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) দুপুরে ফতুল্লা পোস্ট অফিস থেকে থানা পর্যন্ত এ বিক্ষোভ-মিছিল করা হয়। পরে পুলিশের উপস্থিতি দেখে সটকে পড়েন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মশিউর রহমান রনির নেতৃত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা জুয়েল আরমান, মো. শাহজাহান, শরিফ হোসেন মানিক, তানভীর, দোলন, হাসান, মহিদুল, হুমায়ন, রাজীব, শাকিল, পিয়ার আলী, রাসেল, সুমন, বাবু, মাহমুদুল্লাহ, আব্দুর রহিম, জয়, সাগর, রাব্বী, সঞ্চয়, আকাশ, পারভেজ, সুলেমান, রাজীব, সাইফুল, সাগর, রাব্বি, রাজিব, রবি, সায়মন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।