ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে আ’লীগের সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে আ’লীগের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে আ’লীগের সংবাদ সম্মেলন-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে আসছেন ১৪ মার্চ। তার আগমন উপলক্ষে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (১১ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় গোলাম ফারুক পিংকু বলেন, ১৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসন ও দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ওই দিন লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাবের বহুতল ভবন করাসহ বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, ওই দিন প্রধানমন্ত্রী নবনির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মজু চৌধুরীরহাট নৌ বন্দরসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জসহ জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে অনেকের মধ্যে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য মো. মনরুজ্জামান পাটোয়ারী, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন মুন্না উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।