ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
খালেদাকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান খালেদাকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): খালেদা জিয়াকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের (বিএনজেপি) চেয়ারম্যান মো. ফায়েজ চৌধুরী।

রোববার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আরশীনগর ঝাউচর এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফায়েজ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেছি।

এসময় খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ধ্বংসের রাজনীতি ছেড়ে জনগণের কাতারে আসুন। তা না হলে বাংলার মাটিতে একদিন আপনার বিচার হবে। তারেক জিয়া একজন দুর্নীতিবাজ, তাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। এদেশে তার রাজনীতির আর কোনো সুযোগ নেই। ’

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে ফায়েজ বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশের প্রায় সবক’টি উপজেলায় আমরা কমিটি দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবক’টি আসনে প্রার্থী দিবো। ’

এসময় উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব রেহান মহাসিন, সহ সভাপতি এস আলম আকাশ ও যুগ্ম মহাসচিব মো. সজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।