ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবে জনগণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবে জনগণ উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবে জনগণ-ছবি: বাংলানিউজ

দিনাজপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে এখন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রায় দিয়ে নৌকায় ভোট দিবে জনগণ। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বধ্যপরিকর।

তিনি বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করছে। দেশ ও দেশের মানুষের কথা কখনোই তারা চিন্তা করে না।

দেশের মানুষের কথা চিন্তা করলে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মতো কাজ করতো না তারা।

রোববার (১২ মার্চ) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার ২৭টি গ্রামের এক হাজার বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসব সংযোগ দিতে দুই কোটি ২৭ লাখ টাকা ব্যয় হয়েছে।

এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, ডিজিএম মোস্তাফিজুর রহমান, এজিএম মনিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নইম শাহ, মো. জাফরুল্লাহ, রবিউল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক এটিএম মামুন, মো. রমজান আলী প্রমুখ।

পরে বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি-আর) প্রকল্পের আওতায় ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮ লাখের মধ্যে নয় লাখ টাকা বিতরণ করেন খালিদ মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।