ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ২৮ প্রার্থীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
কুসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ২৮ প্রার্থীর

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৮ জন কাউন্সিলর প্রার্থী প্রত্যাহার করেছেন। যাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।

কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

 

প্রত্যাহারকারীরা হলেন, ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী নাহিদা আক্তার, ৬নং  ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. সাহিদ মিয়া ও রাজিব চন্দ্র কর্মকার, ৭নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আতিকুর রহমান খান পিন্টু ও মো. সাজ্জাদুর রহমান, ৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. নুরুন নবী ও সৈয়দ মহসিন আলী, ১০নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী  মো. নাজমুল বারী চৌধুরী, ১৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী গোলাম রাব্বানী ফটিক ও মো. আমির হোসেন, ১৯নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আকবর হোসেন ও মোহাম্মদ কামরুল হাসান, ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক, মো. জাহাঙ্গীর আলম ও মো. তোফাজ্জল হোসেন মজুমদার, ২১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. গোলাম জিলানী, আক্তার হোসেন ও মো. জহিরুল ইসলাম, ২২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী বিজয় রতন দেবনাথ, ২৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী গাজী মো. কামাল হোসেন ও মুহম্মদ জাহিদ হোসেন, ২৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল কাদের জিলানী ও মো. নাসির উদ্দীন, ২৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. হারুনুর রশীদ, ২৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. গোলাম সারোয়ার কাউসার ও কফিল উদ্দিন মজুমদার এবং সংরক্ষিত ২নং ওয়ার্ডের হাছিনা বেগম ও সংরক্ষিত ৬নং ওয়ার্ডের রোকেয়া বেগম।
 
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৪৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।