ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চিরিরবন্দর উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
 চিরিরবন্দর উপজেলা শিবির সভাপতি গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। 

মঙ্গলবার (১৪ মার্চ) গভীররাতে উপজেলার মোস্তফাপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর ওই গ্রামের আকাম উদ্দিনের ছেলে।

চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী বাংলানিউজকে জানান, তিন নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হাবিবুর রহমান এতোদিন পালিয়ে ছিলেন। রাতে তিনি বাড়িতে অবস্থান করছেন- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।