ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাপা নেত্রীর আওয়ামী লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
বগুড়ায় জাপা নেত্রীর আওয়ামী লীগে যোগদান ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন ছামছুন্নাহার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা পরিষদের গাবতলী-শিবগঞ্জের সংরক্ষিত নারী সদস্য মো. ছামছুন্নাহার আক্তার বানু জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের শহরের ঝাউতলার কার্যালয়ে গিয়ে তার হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন ছামছুন্নাহার।
 
যোগদান অনুষ্ঠানে মমতাজ উদ্দিন বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

সরকারের সুষম উন্নয়নের সুফল ইতোমধ্যেই পেতে শুরু করেছেন বগুড়াবাসী। যারা বগুড়াকে নিজেদের এলাকা মনে করেন, তারা ক্ষমতায় থাকাকালে উল্লেখযোগ্য উন্নয়ন করেননি’।
‘রাস্তা নির্মাণের নামে বগুড়াবাসীকে ধোঁকা দেওয়া হয়েছে। উন্নয়নের নামে কমিশনের পথ তৈরি করা হয়েছিল। দায়িত্ব পালনের চেয়ে লোক দেখানোই তাদের মূল কাজ ছিল’।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু’বার বগুড়া সফরের মাধ্যমে উন্নয়নের দ্বার ত্বরান্বিত হয়েছে। অতীতের মতোই বগুড়াবাসীকে সমস্ত ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
 
এ সময় জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ, মারুফ রহমান মঞ্জু, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাশরাফি হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।