ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আরও এক মামলায় সোহেলের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
আরও এক মামলায় সোহেলের জামিন

ঢাকা: রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ মার্চ) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

জামিনাদেশের ফলে কারাবন্দি সোহেলের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন মো. মোস্তফা সরোয়ার সোহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে আইনজীবী মো. মোস্তফা সরোয়ার বলেন, এ মামলার আগে বিএনপির এ নেতা উচ্চ আদালত থেকে শতাধিক মামলায় জামিন পেয়েছেন। আজকের মামলায় জামিন পাওয়ায় এখন তার কারা মুক্তিতে আইনি বাধা নেই।

গত বছরের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে কারাবাসে রয়েছেন সোহেল।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ইএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।