ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে আ'লীগ প্রার্থী গোলাম মোস্তফা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
সুন্দরগঞ্জে আ'লীগ প্রার্থী গোলাম মোস্তফা জয়ী

গাইবান্ধা: গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) উপনির্বাচনে ৯০ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট। মোট ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৬১৮।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।  ৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

এরআগে, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

২০১৬ বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ গ্রামের নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় শূন্য ঘোষিত এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরা হলেন, জাসদের মোহাম্মদ আলী প্রামানিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)।

নির্বাচনে ১০৯টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।