ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্ববিরোধিতার রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান কাদেরের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
স্ববিরোধিতার রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান কাদেরের বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: কাশেম হারুন- বাংলানিউজ

ঢাকা: স্ববিরোধিতার রাজনীতি থেকে রাজনীতিবিদদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে।

যারা রাজনীতি করতে চায় তাদের শুধু দু‘টি বই পড়লেই আর কিছু লাগবে না। একটি হলো বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” অপরটি “কারাগারের রোজনামচা” এ দু'টি বইয়ে প্রকৃত রাজনীতির অনেক বিষয় জানা যাবে।

‘সততাই শক্তি, আদর্শই শক্তি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সততা ও আদর্শের কাছেই রাজনীতিকে ফিরে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এসজেএ/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।