ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের কারণেই আবারও নির্বাচিত হবেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
উন্নয়নের কারণেই আবারও নির্বাচিত হবেন শেখ হাসিনা

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করছেন। তার এ উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই তিনি আবারও নির্বাচিত হবেন।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরের আলমপুর-হাটশিরা সড়ক নির্মাণ কাজ ও শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ কাজ পরিদর্শনকালে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার এ উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সিরাজগঞ্জসহ সারাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তা জনগণকে বোঝাতে হবে।

এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্ত‍া (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।