ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন করেছেন হাসিনা-মোদী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
বঙ্গবন্ধু-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন করেছেন হাসিনা-মোদী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী, ছবি: সংগৃহীত

ঢাকা: শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী যে চুক্তি করে গেছেন, তা বাস্তবায়িত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সংঘটিত চুক্তির মাধ্যমে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আয়োজনে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‌‌‘দুই দেশের বন্ধুত্বের ৪৭ বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু একটি দেশ সৃষ্টি করেছেন।

তার হত্যার জন্য সীমানা নির্দিষ্ট করে দিয়ে যেতে পারেনিন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছ থেকে স্থল সীমানা চুক্তি ও সমুদ্র সীমানা অর্জন করেছেন।

আমু বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দুই দেশের সম্পর্কে নতুনমাত্রা যোগ হবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য কমাতে হবে, যা ভারতের দিকে ঝুকে আছে।
ভারতে বাংলাদেশের পণ্যের স্থানীয় শুল্ক নেওয়া হচ্ছে। এটি বাদ দিলে দু' দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে।

মৈত্রী সমিতির সভাপতি প্রফেসর  ড. এ কে আজাদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, পদ্মা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তি হওয়ার পথে। আমাদের দুই দেশের রয়েছে বিশাল যোগাযোগ ব্যবস্থা। তা আরও কার্যকর করতে হবে।

শেখ হাসিনার উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, বাংলার মাটি অন্য দেশের সন্ত্রাসের জন্য কখনও ব্যবহার হবে না।

মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী বলেন, বঙ্গবন্ধু হলেন শ্রেষ্ঠ বাঙালি। তিনি নেই তার অভাব আমরা রন্ধ্রে রন্ধ্রে টের পাই। বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।

ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর অরুন্ধতী দাস বলেন, আজ (২৫ মার্চ) গণহত্যা দিবস। গত শতকের সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার মাধ্যমে।
 
তিনি বলেন, ৭০ বছরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্থান-পতন হলেও আজ বাংলাদেশ ও ভারত সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে।

আগামী মাসে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন অরুন্ধতী দাস।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় পতাকার প্রথম ক্রাফটসম্যান শিব নারায়ণ দাস, আলোচনা সভা শেষে শকুন্তলা নাটকটি মঞ্চস্থ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
কেজেড/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।