ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির স্বাধীনতা দিবসের সভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বগুড়ায় বিএনপির স্বাধীনতা দিবসের সভা  বগুড়ায় বিএনপির স্বাধীনতা দিবসের সভা-ছবি-আরিফ জাহান 

বগুড়া: আলোচনা সভা, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি উদযাপন করেছে বগুড়া জেলা বিএনপি।
 

সোমবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, তৌহিদুল আলম মামুন, অ্যাডভোকেট  নাজমুল হুদা পপন, আবুল বাশার,  শ্রমিকদল নেতা আব্দুল ওয়াদুদ, কৃষকদল নেতা এসএম রফিকুল ইসলাম, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা খান জাহাঙ্গীর, মাহবুব হাসান লেমন, শ্রমিকদল নেতা লিটন শেখ, মোশারফ হোসেন স্বপন, ছাত্রদল নেতা হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এমবিএইচ/আরআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।