ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জেলা ছাত্রলীগের জঙ্গিবিরোধী মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বগুড়ায় জেলা ছাত্রলীগের জঙ্গিবিরোধী মিছিল বগুড়ায় জেলা ছাত্রলীগের জঙ্গিবিরোধী মিছিল- ছবি: আরিফ জাহান

বগুড়া: ‘ছাত্রলীগ দিচ্ছে ডাক, জঙ্গিবাদ নিপাত যাক’ স্লোগানে বগুড়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে জঙ্গিবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে।

সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক শামীম, পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক শেখ ফারহান অর্কি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম মোজাম্মেল বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ কুমার, সাধারণ সম্পাদক রাফিউল আলম জনি প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমবিএইচ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।