ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নোয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

রোববার (২ এপ্রিল) দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়।

পরে পৌর বাজারের সামনের সড়কে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে সমাবেশ করা হয়।

সমাবেশে যুগ্ম সম্পাদক সামছুদ্দোহা মিঠু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, শহর বিএনপি’র সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম কালা, ভিপি পলাশ, শিপলু, ছাত্রদল নেতা আবু হাসান নোমান, আজগর উদ্দিন দুখু প্রমুখ।

এসময় বক্তারা ছাত্রদল নেতা নুরু হত্যার বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।