ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বর্ষবরণ নিয়ে বিতর্ককারীরা ধর্মের ব্যাখ্যা জানে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, এপ্রিল ১৩, ২০১৭
বর্ষবরণ নিয়ে বিতর্ককারীরা ধর্মের ব্যাখ্যা জানে না ড. হাছান মাহমুদ/ছবি: সুমন শেখ-বাংলানিউজ

ঢাকা: পহেলা বৈশাখ, আলপনা, শোভাযাত্রা- এগুলো বাংলা ঐতিহ্যের অংশ। যারা এগুলো নিয়ে বিতর্ক করে তারা ধর্মের সঠিক ব্যাখ্যা জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ভাসানী ন্যাপ আয়োজিত প্রধানমন্ত্রীর ভারত সফর ও বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন মাত্রা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে জাতীয় উৎসবের অংশ হিসেবে উল‍ু ধ্বনি দেওয়া হয়।

তেমনিভাবে বৈশাখও আমাদের জাতীয় উৎসব। এটা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা আমাদের সংস্কৃতি মানছেন না।

তিনি বলেন, যারা দেশ বিক্রির কথা বলছেন, তারা জনগণকে বিভ্রান্ত করছেন। খালেদা জিয়া চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিলেন, তাতে কি দেশ বিক্রি হয়ে গেছে?

জনমনে বিভ্রান্তি না ছড়িয়ে প্রধানমন্ত্রী যা অর্জন করেছেন তার জন্য অভিনন্দন এবং নিজেরা অর্জন করতে না পারার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ