সবুজ এবং আরো টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের প্রতিটি অঞ্চলের উন্নতি নিশ্চিত করতে এবং জনগণের প্রকৃত মঙ্গলের জন্য ঢাকাকেন্দ্রিক প্রবৃদ্ধির বদলে আধুনিক ও সুপরিকল্পিত শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। এর প্রাক্কালে গতকাল রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমি অঙ্গীকার করছি, বিএনপি সরকার আমাদের আবাসস্থল রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে। আসুন একসঙ্গে, একটি সবুজ, আরো টেকসই বাংলাদেশ গড়ে তুলি। ’
তারেক রহমান বলেন, ‘একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই এমন একটি বাড়ি প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত। আমাদের গ্রামাঞ্চল, শহর, নদী, বন, সবই একই আবাসস্থল এবং একসঙ্গে তারা আমাদের ভবিষ্যৎ গঠন করে।
’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘টেকসই উন্নয়ন ছাড়া আমাদের একটি শক্তিশালী বাড়ি থাকতে পারে না এবং আমরা একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারি না। বিশৃঙ্খল নগর উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকির আজকের চ্যালেঞ্জগুলো সাহসী, তাৎক্ষণিক পদক্ষেপের দাবি করে। ’
তারেক রহমান এবারের বিশ্ব বসতি দিবসে বিএনপির ৩১ দফা পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ২৯তম দফা (জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা) এবং ৩১তম দফার (পরিকল্পিত, সুষম নগরায়ণ ও বিকেন্দ্রীকরণ) কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা ঢাকাকেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব এবং আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব, যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়। ’
তারেক রহমান বলেন, ‘আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব, ২৫ কোটি গাছ রোপণ করব, নদী পুনরুদ্ধার করব, বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, কৃষিকাজ আধুনিকীকরণ করব, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করব এবং আমাদের যুবসমাজের জন্য সুযোগ তৈরি করতে নীল অর্থনীতি সম্প্রসারণ করব। ’
এসআই