ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলবাড়ীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ফুলবাড়ীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ফুলবাড়ীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. এ জেড এম রেজওয়ানুল হক।

প্রধান বক্ত‍া হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক- আলহাজ্ব মাহাবুব আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি রোজিনা ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, সাইফুর রাজ চৌধুরী।

বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুরের বিরামপুর, পার্বতীপুর, হাকিমপুর, নবাবগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।