ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবন হয় ‘খোয়াব’ ভবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ১, ২০১৭
বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবন হয় ‘খোয়াব’ ভবন বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি হাওয়া ভবনের মতো আরেকটি খোয়াব ভবনের খোয়াব দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, শ্রমিকরা নিরাপদে থাকে।

আর বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবন হয় ‘খোয়াব’ ভবন। এখন তারা আগামী নির্বাচন সামনে রেখে আরেকটা খোয়াব ভবনের খোয়াব দেখছে।

বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, গত নির্বাচনে না এসে বিএনপি বড় ধরনের ভুল করেছে। এখন তার খেসারত দিচ্ছে। আগামী নির্বাচনে না এলে যে পরিস্থিতি হবে তার জন্য তার দায়ভার তাদেরকেই নিতে হবে।

বিএনপি যদি নির্বাচনে না এসে সংহিসতা করে তাহলে কঠিনভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।

সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।