ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

রাস্তায় না নামলে সরকার সুষ্ঠু নির্বাচন দেবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১, ২০১৭
রাস্তায় না নামলে সরকার সুষ্ঠু নির্বাচন দেবে না রাস্তায় না নামলে সরকার সুষ্ঠু নির্বাচন দেবে না

ব্রাহ্মণবাড়িয়া: আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে না পড়লে এ সরকার কোনোদিনও সুষ্ঠু নির্বাচন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

সোমবার (১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আউয়াল মিন্টু বলেন, এখন যে সরকার রাষ্ট্র চালাচ্ছে এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি দখলদার বাহিনী।

তাদের কাছ থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এমন একটি নির্বাচন আদায় করতে হবে যেখানে জনগণ নিজের ভোট নিজে দিতে পারেন।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এ কে একরামুজ্জামান, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।