ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্গত মানুষের সঙ্গে দলবাজি করা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ১, ২০১৭
দুর্গত মানুষের সঙ্গে দলবাজি করা হচ্ছে দুর্গত মানুষের সঙ্গে দলবাজি করা হচ্ছে

হবিগঞ্জ: মৃত মানুষের যেমন জাত থাকে না, তেমনি হাওরের দুর্গত কৃষকের কোনো দল থাকার কথা নয়। কিন্তু এসব মানুষের সঙ্গে দলবাজি করা হচ্ছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (১ মে) দুপুরে বিএনপির জাতীয় ত্রাণ বিতরণ কমিটির পক্ষ থেকে হবিগঞ্জে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি একথা বলেন।

নোমান বলেন, মানুষের দুঃখ-দুর্দশা দেখে আমরা ব্যথিত ও মর্মাহত।

আসলে মানুষের কষ্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বিপদাপন্ন ও সহায় সম্বলহীন মানুষ নিয়ে কোনো নোংরা রাজনীতি আমরা ঘৃণা করি। আমাদের দল গণমানুষের দল, আমরা আমাদের সামর্থ্য নিয়ে মানুষের পাশে আছি।

তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত অঞ্চলকে জাতীয়ভাবে দুর্গত অঞ্চল ঘোষণা করে বিশেষ বরাদ্দের জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা সভাপতি মুজিবুল হোসেন মারুফসহ স্থানীয় নেতারা।

এসময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ও নবীগঞ্জ উপজেলার বেরিগাঁওয়ের দুর্গত মানুষদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।