ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মে ২, ২০১৭
নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

ঢাকা: সহায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০২ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দেন মির্জা ফখরুল।

সোমবার (০১ মে) এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের জন্য তার দলের তিনশ' প্রার্থী প্রস্তুত। বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান বিএনপির অবস্থা কী?  

জবাবে মির্জা ফখরুল বলেন, যদি নির্বাচনকালীন সহায়ক সরকার হয়, যদি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়, তাহলে নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আরেক বক্তব্যের জবাবে তিনি বলেন, তিনি নিজেই তো বলেছেন ক্ষমতায় যেতে না পারলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে। সুতরাং জনগণই বিচার করবে, তারা ( আওয়ামী লীগ ) কতোটুকু দুর্নীতি করছে, কতোটুকু ভালো কাজ করেছে। একটা নিরপেক্ষ নির্বাচন হলেই বোঝা যাবে, জনগণ আওয়ামী লীগকে কোথায় রেখেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যতোই বুঝতে পারছে তার আর কোনো জনসমর্থন নেই ততোই তারা গণতন্ত্রকে সংকুচিত করে ফেলছে। ধীরে ধীরে এক দলীয় শাসন কায়েম করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ০২, ২০১৭
এজেড/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।