ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, মে ৩, ২০১৭
ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বিএনপির সভাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সভাস্থল ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বিএনপির বিবদমান দু'পক্ষের ১০ নেতাকর্মী।

বুধবার (৩ মে) বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সভাস্থল ঝিনাইদহ শহরের ড. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষ হয়।  

আহতদের নাম পাওয়া যায়নি।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা ভর্তি করা হয়েছে।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে ড. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভা শুরু হয়। সেসময় বিএনপির আসাদ গ্রুপের নেতাকর্মীরা ভেতরে ঢুকতে গেলে দলীয় প্রতিপক্ষ মশিউর রহমান গ্রুপের নেতাকর্মী বাধা দেন। এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

তিনি আরো জানান, বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে গেছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতয়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।