ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

আমার বক্তব্য নিয়ে পলিটিক্স করছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মে ৩, ২০১৭
আমার বক্তব্য নিয়ে পলিটিক্স করছে বিএনপি মেট্রোরেল প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান/ছবি: কাশেম হারুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি আমার দলের নেতাদের সতর্ক করেছিলাম, বলেছিলাম- খাই খাই ভালো না। কিন্তু তারা (বিএনপি) এখন আমার বক্তব্য নিয়ে পলিটিক্স শুরু করে দিয়েছে।

বুধবার (০৩ মে) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ ২, ৩ ও ৪ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এতদিন তাদের মহাসচিব বলেছেন, গতকাল থেকে বিএনপি নেত্রীও সে কথা নিয়ে আসরে বসে গেছেন।

খালেদা জিয়া অনেক কথা বলেছেন। কিন্তু তিনি কি ভুলে গেছেন যে, তার ছেলে টাকা-পয়সা লুটপাট করে ৯ বছর ধরে পলাতক আছেন। আরেক ছেলে তো পলাতক থাকা অবস্থায় মারা গেছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আমি তিক্ততা বাড়াতে চাই না। কিন্তু আওয়ামী লীগের হাওয়া ভবন আর খাওয়া ভবন তৈরির রেকর্ড নেই। ভবিষ্যতেও থাকবে না। এর আগে আমরাও ক্ষমতার বাইরে গেছি। কিন্তু আমাদের কোনো নেতা পালিয়ে যাননি। তার (খালেদা জিয়া) ছেলে রাজনীতি করবে না মুচলেকা দিয়ে পালিয়েছে। তিনি কি সে কথা ভুলে গেছেন?

বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনে সহায়ক সরকারের নিয়ম নেই। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না। যে বা যারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের ব্যাপার।

কাদের বলেন, আমরা তো কোনো সুবিধা বা করুণা বিতরণ করছি না। নির্বাচনে অংশ নেওয়া তো তাদের অধিকার। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আর এখন তারা হেরে যাওয়ার ভয়ে সমালোচনা করছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।