ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মে ৩, ২০১৭
খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ

খাগড়াছড়ি: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার (৩ মে) দুপুর ১২টার দিকে জেলা শহরের ভাঙাব্রিজ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি কোর্ট বিল্ডিং হয়ে ভাঙাব্রিজ এসে শেষ হয়।

 

এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,  মংসাথোয়াই চৌধুরী, কংচারী চৌধুরী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ প্রমুখ।

বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।