ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ৪, ২০১৭
নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: ইনু-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির দেয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব গণতন্ত্রকে জিম্মি করার একটি চক্রান্ত। বিএনপি যতোই হুমকি দিক, যথাসময়ে সংবিধান অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন হবে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

এর প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে

মন্ত্রী আরো বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান সাংবিধানিক ভাবেই বাতিল হয়ে গেছে।

আইসিটি আইনের ৫৭ ধারা সম্পর্কে তিনি বলেন, সাইবার অপরাধ আইন যখন চূড়ান্ত হবে, ৫৭ ধারাটাও তখন সমন্বয় করা হবে।

এ সময় জেলা জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাহিদ হাসান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দুপুরে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের চর-নওদাপাড়া ও বিকেলে হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।